‘বাংলাদেশের অর্ধেক ভোটার আওয়ামী সমর্থক’— এমন দাবি করেনি রয়টার্স

‘বাংলাদেশের অর্ধেক ভোটার আওয়ামী সমর্থক’— এমন দাবি করেনি রয়টার্স
The Dissent Desk
লেখক
দ্য ডিসেন্ট ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৫

রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার এখনও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সমর্থক”— এমন দাবি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজসহ বিভিন্ন নেতাকর্মীকে প্রচার করতে দেখা যাচ্ছে।

আজ ১৯ নভেম্বর আওয়ামী লীগের অফিসিয়াল পেজে বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার শেখ হাসিনার দলকে সমর্থন করে: রয়টার্সশিরোনামে The Daily Spotlight নামের পেজের একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টে বলা হয়, রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার এখনও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সমর্থক। আরও উল্লেখ করা হয় যে, রয়টার্স নিজেদের ফেসবুক পেজেই খবরটি শেয়ার করেছে। কমেন্টে রয়টার্সের ফেসবুক পোস্টের লিংকও দেওয়া হয়।

একই দাবিতে ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। তিনি তার অফিসিয়াল ফেসবুক আইডিতে রয়টার্সের পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করেন।

কী বলেছে রয়টার্স?

রয়টার্সের ফেসবুক পেজে উদ্ধৃতি চিহ্নসহ লেখা রয়েছে: “Nearly half of Bangladeshi voters support Hasina's party.” পোস্টটিতে এটিকে Reuters World News Podcast-এর একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়।
রয়টার্সের পোস্টে সংযুক্ত লিংকটি অনুসরণ করলে Trump’s Gaza plan, Epstein vote, Comey and Bangladesh শিরোনামের পডকাস্টে প্রবেশ করা যায়পডকাস্টে হাসিনার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রসঙ্গে পডকাস্ট হোস্ট কিম ভিনেলের সঙ্গে কথা বলেছেন রয়টার্সের দিল্লিভিত্তিক এডিটর কৃষ্ণা দাস।

কৃষ্ণা দাস বলেন, “আওয়ামী লীগের বক্তব্য অনুসারে তারা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, “হাসিনার পুত্র সজীব ওয়াজেদ আমাদের জানিয়েছেন যে হাসিনা তিনি দুজনই বিদেশে আছেন, তবে পার্টির কর্মীদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তাঁদের ওপর নিষেধাজ্ঞা না তুললে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ঘটবে। তাঁরা (হাসিনা সজীব ওয়াজেদ) দাবি করেছেন, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগণ হাসিনার দল আওয়ামী লীগকে সমর্থন করে।

থেকে পরিষ্কার যে, ‘বাংলাদেশের প্রায় অর্ধেক ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে’— এই বক্তব্যটি রয়টার্সের নয়।
বরং, সজীব ওয়াজেদ শেখ হাসিনার বক্তব্য তুলে ধরতে কৃষ্ণা দাস এই দাবিটি উল্লেখ করেছেন।

কিন্তু এটিকে রয়টার্সের নিজস্ব মূল্যায়ন বা প্রতিবেদন হিসেবে বিকৃতভাবে প্রচার করছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজসহ দলটির বিভিন্ন সংশ্লিষ্ট পেজ কর্মীরা।