ভারতীয় চোরকে ’বাংলাদেশি’ বানিয়ে ভারতের সামাজিক মাধ্যমে অপপ্রচার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একজন ব্যক্তি রাস্তা থেকে ম্যানহোলের ঢাকনা খুলে নিয়ে পালিয়ে যাচ্ছেন।
ভিডিওটি একাধিক হিন্দুত্ববাদী এবং ভারতীয় এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী শেয়ার করে দাবি করা হয়েছে, “বাংলাদেশ থেকে আসা শেখ নজরুল নামে এক অবৈধ অভিবাসী ভারতের মুম্বাইতে রাস্তার ম্যানহোল চুরি করছেন। এভাবেই বাংলাদেশিরা ভারতের অর্থনীতি শেষ করে দিচ্ছে এবং বাংলাদেশিদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।”
Frontal Force (@frontalfore) নামক একটি ভারতীয় এক্স হ্যান্ডেল একই দাবি করে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি এক মিলিয়নের বেশি দেখা হয়েছে।
দেখুন: এখানে।
Baba Banaras (@RealBababanaras) নামক আরেক উগ্র হিন্দুত্ববাদী অ্যাকাউন্ট থেকেও একই দাবি করা হয়েছে এবং পোস্টটি ৭৬ হাজারেরও বেশি দেখা হয়েছে।
দেখুন: এখানে।
এ ধরণের আরো পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশিকে জড়িয়ে এমন দাবির কোনো সত্যতা নেই। চুরির দায়ে অভিযুক্ত একজন ভারতীয় নাগরিক; তাঁকে বাংলাদেশি বলে দাবি করে ঘৃণা ছড়ানো হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ঘটনাটি ঘটেছে ২৬ আগস্ট ২০২৫ সালে ভারতের মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে আরাম নগর-১ নামক স্থানে। ভিডিওতে চুরি করতে দেখা যাওয়া ব্যক্তিটি মুম্বাইয়ের স্থানীয় আমারজিত কামাতি।
আলোচিত ভিডিওর রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২৯ আগস্ট ভারতীয় গণমাধ্যম Times Now Media-র প্রকাশিত হুবহু একই ভিডিও পাওয়া যায়।
Times Now Media এই ভিডিওটির ঘটনাস্থল হিসেবে মুম্বাইয়ের আরাম নগরের কথা উল্লেখ করেছে।
এই ঘটনায় মুম্বাই পুলিশ স্টেশনে দায়ের করা একটি First Information Report (FIR) পুলিশ স্টেশনটির ওয়েবসাইটে খুঁজে পেয়েছে দ্য ডিসেন্ট।

এফআইআর এর কপি | মুম্বাই পুলিশের ওয়েবসাইট
সেখানে ভিকি শ্যামলাল শর্মা নামক ব্যক্তি দাবি করেছেন, আন্ধেরি ওয়েস্টের জেপি রোড থেকে ৫টি ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে।
এই ঘটনায় মুম্বাইয়ের ভারসোভা পুলিশ স্টেশনের সিনিয়র পুলিশ ইনস্পেক্টর দ্বীপশিখা ওয়ারে ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান নিউজচেকারকে বলেন, “এই ঘটনায় আমারজিত কামাতি নামে মুম্বাইয়ের এক স্থানীয় অধিবাসীকে ২৯ আগস্ট গ্রেপ্তার করা হয়েছে।”
ঐ পুলিশ কর্মকর্তা এই ঘটনায় কোনো বাংলাদেশির সংশ্লিষ্টতাকে নাকচ করেন।
সুতরাং, ভারতের মুম্বাইতে ম্যানহোলের ঢাকনা চুরি নিয়ে বাংলাদেশিকে জড়িয়ে করা দাবিকে অসত্য হিসেবে শনাক্ত করছে দ্য ডিসেন্ট।