প্রতিবন্ধী কার্ড নিয়ে বিএনপি নেতাদের প্রতারণা দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি
“প্রতিবন্ধী ভাতার নামে বিএনপি নেতাদের চরম প্রতারণা! টাকা নিয়েও কার্ড দেননি, ফেরত চাইলে হুমকি” দাবিতে একজন প্রতিবন্ধী নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। জামায়াত সমর্থক একাধিক ফেসবুক পেইজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এধরনের দু'টি পোস্ট দেখুন এখানে এবং এখানে
তবে যাচাইয়ে দেখা যায় ভিডিওটি এআই দিয়ে তৈরি। রানা প্লাজা ধ্বসে আহত রিক্তা নামের একজন গার্মেন্টস কর্মীর ছবি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
উত্তরবঙ্গ টেলিভিশন নামে একটি ফেসবুক পেইজ থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হয়। দেখুন এখানে। এতে একজন নারী বলছেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ, বিএনপি নেতারা আমাকে প্রতিবন্ধী ভাতা করে দিতে চেয়ে টাকা নিয়েছে। কিন্তু তারা আমাকে কার্ডটি করে দেয়নি। এখন টাকা ফেরত চাইলে আমাকে হুমকি দেয়। আবার বলে টাকা দিসি এই কথা যেন কেউ না জানে। আমি এই ঘুষখোর বিএনপি দলকে ভোট দিব না। ভোট যদি দিতেই হয় দাড়িপাল্লা মার্কাতেই দেব ইনশাল্লাহ।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরবঙ্গ টেলিভিশন নামে একটি পেইজ থেকে সাত লক্ষ ৫৩ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ৪৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং আঠারো হাজার বার শেয়ার করা হয়েছে। পেইজটির কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে গত এক মাসে রাজনীতি ও নির্বাচন নিয়ে ৩৭টি এআই সৃষ্ট ভিডিও প্রচার করা হয়েছে। এসব ভিডিওর অধিকাংশই জামায়াতে ইসলামীর পক্ষে ও বিএনপির বিরুদ্ধে প্রচারণামূলক।
উত্তরবঙ্গ পেইজ থেকে পোস্ট করা ভিডিওটি অন্যান্য ফেসবুক একাউন্ট এবং ইউটিউব চ্যানেল থেকেও ছড়ানো হয়েছে। এরকমই একটি পেইজ দাড়িপাল্লা নিউজ। এই পেইজটিও নিয়মিত জামায়াতের পক্ষে ও বিএনপির বিপক্ষে এআই ভিডিও প্রচার করে থাকে। প্রতিবন্ধী নারী নিয়ে এই পেইজ থেকে পোস্ট করা ভিডিওটিতে উত্তরবঙ্গ টেলিভিশনের লোগোর পরিবর্তে এখানে দাড়িপাল্লার লোগো সম্বলিত একটি বুম ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে।
ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য এটির কী-ফ্রেম রিভার্স সার্চ করলে The Sunday Times -এ ২০১৩ সালে প্রকাশিত “Baring their scars: Survivors of Bangladesh’s factory collapse” শিরোনামে রানা প্লাজা ধ্বসে আহতদের নিয়ে একটি প্রতিবেদনে ভিডিওতে থাকা নারীর ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে ওই নারীর নাম রিক্তা (২৭) উল্লেখ করা হয়েছে।

এআই কন্টেন্ট শনাক্তকারী টুলস SynthID-তে ভিডিওটি আপলোড করে জানা গেছে যে এর অডিও এবং ভিডিও উভয়ই গুগল এআই (AI) ব্যবহার করে তৈরি বা এডিট করা হয়েছে। ১৮ সেকেন্ডের ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত 'সিন্থ-আইডি' ডিজিটাল ওয়াটারমার্ক শনাক্ত করা হয়েছে। যা নির্দেশ করে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

সুতরাং, প্রতিবন্ধী ভাতার নামে বিএনপি নেতাদের প্রতারণা দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে সেটি ভিত্তিহীন ও এআই দিয়ে তৈরি।